• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:১২:৪২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

৫ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৪:০০

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার অস্থায়ী ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

৫ আগস্ট শনিবার সকালে কেরানীগঞ্জে এসব কর্মসূচি পালন করা হয়।

Ad
Ad

উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

Ad

এ সময় বক্তারা শেখ কামালের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার কাজী মাহমুদুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ আহমেদসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








Follow Us