• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৫৯:২৪ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে

৬ আগস্ট ২০২৩ দুপুর ০১:০০:১৫

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফলে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

৬ আগস্ট রবিবার কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, রবিবার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে মোট ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যার মধ্যে কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ৩৩ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৩২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৪ মেগাওয়াট এবং ৪ নম্বর ইউনিটে ২২ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পানি আরও বাড়লে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে বলে তিনি জানান।

Ad

এদিকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে বর্তমানে ৯০.৬০ এমএসএল পানি থাকার কথা থাকলেও রবিবার সকাল ৯টা পর্যন্ত ৮২.৮৩ এমএসএল পানি রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী, মো.জাহাঙ্গীর আলম জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। যার কারণে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু হয়েছে এবং উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত কয়েকদিন পূর্বেও কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে দৈনিক মাত্র ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। তবে গত কয়েকদিনে টানা বর্ষণে হ্রদে পানি বৃদ্ধি পাওয়াতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







Follow Us