• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৫৭:৩১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশ, পদ্মায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

২৫ নভেম্বর ২০২৩ দুপুর ০২:১২:৫৬

সংবাদ ছবি

রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসেছে নৌপুলিশ বাহিনীর সদস্যরা। ফলে উচ্চ আদালতের রায়কে অমান্য করে পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানে নামে নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবীর খানের নেতৃত্বে একটি দল।

২৪ নভেম্বর শুক্রবার দুপুরের অভিযানে বালু উত্তোলন করার কাজে ব্যবহৃত ১টি বড় বালু কাঁটার মেশিন জব্দসহ ২জনকে আটক করে নৌপুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়।

Ad
Ad

আটকরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার রানাখড়িয়া গ্রামের মৃত-শুকুর আলি শেখের ছেলে আসাদুল আলি সেখ (৫২) ও আসাদুলের ছেলে আশিক শেখ (২২)।

Ad

এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ পুপার রুহুল কবীর খান, জিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, লক্ষিগন্ডা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হকসহ গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, এর আগে মহামান্য হাইকোর্ট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরীঘাট থেকে পাবনার পাকঁশি পর্যন্ত পদ্মা নদীতে বালু উত্তোলন, পরিবহন ও বালুবাহী বাল্কগেট চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করে।  কিন্তু সে নিষেধাজ্ঞা  অমান্য করে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। এতে একদিকে কোটি টাকা রাজস্ব হারাচ্ছিলো সরকার অন্যদিকে ভাঙ্গান ঝুঁকিতে ছিলো রাজবাড়ী, পাবনাসহ একাধিক জেলার হাজারো পরিবার।

এ বিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি মো. সাইদুর রহমান জানান, পদ্মানদীতে অবৈধ বালু উত্তোলন করার কোন সুযোগ নাই। একটি চক্র রাতের অন্ধকারে এ কাজটি করছিলো এমন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে বালু কাটার মেশিন ও ২ জনকে আটক করা হয়েছে। পরে আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করে তাদের আদালত প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩






Follow Us