• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩২ রাত ০৮:৩৩:১৮ (21-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সরকার ঘোষিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় গত চার দিনে আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ছয় নেতাসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।২১ ডিসেম্বর রোববার রাঙ্গুনিয়া মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিও রয়েছেন।পুলিশ জানায়, রোববার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম এবং উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদারকে গ্রেফতার করা হয়। একই দিন পারুয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল করিমকে গ্রেফতার করা হয়।এর আগে শুক্রবার রাতে লালানগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আজগর হোসেন এবং রাঙ্গুনিয়া পৌরসভার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হোসেনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানের শুরুতে বৃহস্পতিবার গ্রেফতার হন, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আবু জাফর।পুলিশ সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ২০২৪ সালের ৩০ আগস্ট ও ১৫ সেপ্টেম্বর দায়ের হওয়া দুটি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাগুলোতে দণ্ডবিধির বিভিন্ন ধারা উল্লেখ রয়েছে।রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।