নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারী নাঈম (২৫) হত্যার ঘটনায় ঢাকা রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। এসময় হত্যায় ব্যবহৃত চাকু ও মাফলার উদ্ধার করা হয়।

২১ জানুয়ারি বুধবার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ইমতিয়াজ (১৬), রাতুল (১৫) , রকি(২২) ও রানা (২২)।


অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশন থেকে ৫ জন ছিনতাইকারী ছিনতাই এর উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে। তারা চলন্ত ট্রেনের ছাদে ভয় দেখিয়ে যাত্রীর একটি মোবাইল ছিনতাই করে। মোবাইলের ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ঝগড়া হয়। ছিনতাইকারী নাঈম তার সাথে থাকা চাকু বের করে অপর চার ছিনতাইকারীকে ভয় দেখায় ও মারতে উদ্যত হলে বাকি চার ছিনতাইকারী মিলে নাঈমকে কিল ঘুসি মারতে থাকে ও গলায় মাফলার পেঁচিয়ে ধরে। এতে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে নাঈম নিস্তেজ হয়ে পড়ে ও ছাদের উপরেই মৃত্যুবরণ করে।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত ছিলেন মর্মে স্বীকার করেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available