• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:২৮:০২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও ১০ হাজার ফুট পাইপ ধ্বংস

২৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:১৯:৩৫

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে পাঁচটি ড্রেজার মেশিন ও দশ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad
Ad

২৩ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপ্রতি খোলা, দিঘীরপাড়, কোদালকাটা, বিষ্ণুপুর এলাকায় তিনটি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

Ad
Ad

জানা যায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে ধনপ্রতি খোলা, দিঘীরপাড়, কোদালকাটা, বিষ্ণুপুর গ্রামের বিলে তিনটি ফসলি জমিতে ড্রেজার ব্যবসায়ীরা প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমি ভেঙ্গে পড়লে, এক পর্যায়ে প্রভাব খাটিয়ে নাম মাত্র মূল্য দিয়ে নিরীহ কৃষকের কাছ থেকে হাতিয়ে নেয় অনেক কৃষি জমি। তাদের ভয়ে সরাসরি প্রতিবাদ না করতে পেরে, স্থানীয় কৃষক ও কৃষি জমির মালিকরা মুরাদনগর উপজেলা সহকারী কমিশনারের কাছে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়ে অভিযোগ দায়ের করেন।

Ad

এ অভিযোগের প্রেক্ষিতে ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে পায়ে হেঁটে সুদূর বিলের মাঝখানের ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বিভিন্ন গ্রামের ৫টি ড্রেজার মেশিন ও ১০ হাজার ফুট পাইপ বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় কৃষি জমিতে একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১