• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:১৩:০০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

গাঁজার টাকার জন্য মাকে মারধর পরে ঘরের টিন খুলে বিক্রি, ছেলের কারাদণ্ড

২১ মার্চ ২০২৪ সকাল ০৯:৩৮:৪৮

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে আনোয়ার হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে তার মাকে মারধর করার দায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত সামছল হকের ছেলে।  

Ad
Ad

২০ মার্চ বুধবার বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন।  

Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু দিন আগে আনোয়ার গাঁজার টাকার জন্য তার মাকে মারধরে করে। এরপর গাঁজার টাকা জোগাড় করতে বাড়ির গাছ ও ঘরের টিন খুলে বিক্রি করে দেয়।

তার মা সমাজের মানুষের সহায়তায় চলে। তার পরিবার তাকে অনেক কষ্ট করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দেয়। সেই রিকশাটিও বিক্রি করে দেয় আনোয়ার। বর্তমানে সে জোর করে জমি বিক্রি করার চেষ্টা করছে।

ছেলের  অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অন্যত্র বসবাস করছেন। অভিযোগের সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

বেগমগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে তাৎক্ষণিক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








Follow Us