• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৩১:৩৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

শেরপুরে মদসহ ৩ মাদক কারবারি আটক

৬ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:০৩

সংবাদ ছবি

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৫০ বোতল চোরাই পথে আনা ভারতীয় তৈরি নিষিদ্ধ মদসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

৬ মে সোমবার রাতে সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারে আংগুর মিয়ার চা দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলো, মাদক ব্যবসায়ী শেরপুর সদর উপজেলার বাধা তেঘরিয়া গ্রামের গোপাল মিয়ার ছেলে জিহান (২০), একই গ্রামের নূর ইসলামের ছেলে মোস্তফা কামাল (১৯) ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফেরদৌস (১৯)।

Ad

জানা গেছে, ডিবির ওসি আবুল কালাম আজাদের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাইফুল মালেক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুকের যৌথ অভিযানে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মাদকসহ তিনজনকে হাতেনাতে আটক করে। মাদক উদ্ধারের ঘটনায় শেরপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আরাফাতুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানাধীন তেঁতুলতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে ৫০ বোতল ভারতীয় তৈরি মদসহ আটক করে। ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে। শেরপুর থেকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us