• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:১৯:৫১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

১ জুলাই ২০২৪ বিকাল ০৫:৪৫:৫১

সংবাদ ছবি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: নিখোঁজের ৪৮ ঘন্টা পর কুতুবদিয়ায় সাগর তীরে নিখোঁজ জেলে শাহজাহানের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad
Ad

১ জুলাই সোমবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ ধূরং ইউনিয়নের বাতিঘরের পশ্চিমে সাগর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

মৃত শাহজাহান ওই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটকুল পাড়া এলাকার মো. হোছাইনের পুত্র।

Ad

বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার (ওসি) মো. গোলাম কবির। তিনি বলেন, জেলে শাহজাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জেলে শাহজাহানের মামা শশুর নুরুল আমিন জানান, গত শনিবার সাড়ে ১০ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কাহার পাড়ার পশ্চিমে সাগর তীরে খলিলুল্লাহর মাছ ধরার নৌকায় উঠতে গিয়ে উত্তাল ঢেউ এবং নিয়ন্ত্রণহীন স্রোতের টানে তলিয়ে যায় শাহজাহান। খবর পেয়ে ওই দিন এলাকার চারটি নৌকা নিয়ে তারা খোঁজাখুজি করেছেন। সেই দিন থেকে জেলে শাহজাহান নিখোঁজ ছিল। সোমবার দুপুর ৩ টার দিকে স্থানীয় মসজিদ মাঠে তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এরআগে, সোমবার সকালে এলাকাবাসী দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের সদস্য মো. হোছাইনকে খবর দেয় একটি মরদেহ ভাসছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ভাসমান অবস্থায় জেলে শাহজাহানের মরদেহ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১