• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:০৮:১৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

প্রায় ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

২৩ মার্চ ২০২৩ দুপুর ১২:৪৩:০২

সংবাদ ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরল থানাধীন দামাইল ঝলঝলি পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে বাড়ির উঠানে লুকানো বিপুল পরিমাণ হেরোইন এবং অবৈধ দেশিয় অস্ত্র উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)

২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-১ কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান।

Ad
Ad

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- দিনাজপুর শহরের পাক পাহাড়পুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে ফাহিমুর রহমান ফান্টু (২০), রামনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে সোহেল রানা (২৫) ও শাহীন কবির (২২)।

Ad

কমান্ডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দামাইল ঝলঝলিপাড়ার ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে ১ কেজি ৫০৭ গ্রাম হেরোইন, ৩টি চাকু এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে এ চক্রের মূলহোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫









Follow Us