• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৩৩:২৬ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

শিবালয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

২৪ মার্চ ২০২৩ দুপুর ১২:৪১:২৯

সংবাদ ছবি

মোঃ আনোয়ার হোসেন, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে ছাত্রীর চাচা বাদী হয়ে তিন জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত ধর্ষকসহ তিন জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলো- মানিকগঞ্জের শিবালয়ের দক্ষিণ তেওতা এলাকার মো. বাতেন খানের ছেলে মো.জামাল বাদশা (১৮), মো.জুলহাস শেখের ছেলে মো.রাসেল শেখ (২২) এবং ষাটঘর তেওতা এলাকার মো. অভি শেখ (১৬)।

Ad
Ad

জানা যায়, ভিকটিমকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে জামাল বাদশা ওই মেয়েকে প্রেম নিবেদন করে আসছিলেন। বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে ফুঁসলে তেওতা জমিদার বাড়ির একটি ভবনের রুমে নিয়ে যায় জামাল ও তার সহযোগী রাসেল। এরপর ছুরির ভয় দেখিয়ে জামাল ছাত্রীকে ধর্ষণ করে। সে সময় রাসেল ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে জামাল ও রাসেল সেখান থেকে চলে যায়।

Ad

এরপর দুপুরে ছাত্রী তার বান্ধবীর ফোন থেকেই ধর্ষককে বিষয় টি কাউকে না বলার অনুরোধ করলে ধর্ষক ছাত্রীকে বিকালে আরিচা বন্দর এলাকায় বারুণী স্নান উপলক্ষে আয়োজিত মেলায় দেখা করতে বলে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব পরিচিত অভি শেখের সঙ্গে ছাত্রীকে দেখা হলে তাকে কোমল পানীর সঙ্গে চেতনা নাশক কৌশলে খাওলে ওই ছাত্রীকে অভি শেখ নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করে। এ সময় ভিকটিম অচেতন হয়ে পড়লে অভিকে আটক করে বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ অফিসে আটকে রাখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ বন্দর অফিস অভিকে আটক করে। স্থানীয় লোকে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে মেয়েটির চাচা বাদী হয়ে ওই তিন জনকে আসামি করে থানায় মামলা করেন। তাদের মধ্যে জামালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রাসেলের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা এবং অভির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বলেন, এ ঘটনা জানা মাত্র রাতে ওসি তদন্ত মোঃ ফরিদুজ্জামানকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে ২ জনকে এবং বৃহস্পতিবার দুপুরে কামরাঙ্গীর চর থেকে অপর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলা সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫




Follow Us