ঠাকুরগাঁও প্রতিনিধি: আজকের দর্পণ পত্রিকা ১১ পেরিয়ে ১২ বছরে পদার্পণ উপলক্ষে ১১ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর সোমাবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেনের আয়োজনে রাণীশংকৈল প্রেসক্লাব সভাকক্ষে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে ।
এ সময় প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়েতের সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাজাহান আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোবারক আলী, আজকের দর্পণ রাণীশংকৈল প্রতিনিধি নাজমুল হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সাবেক আহব্বায়ক ও খবর একদিন পত্রিকার প্রতিনিধি ছবি কান্ত দেব, দৈনিক উত্তরা প্রতিনিধি নরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি আনিসুর রহমান বাকি, দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, ভোরের ডাক প্রতিনিধি বিজয় রায়, করতোয়া প্রতিনিধি বিপ্লব, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহাবুব আলম, বসুন্ধরা প্রতিনিধি মেহেদী হাসান, দেশ বাংলা প্রতিনিধি অভিশেক চন্দ্র রায়, দৈনিক জবাবদিহি প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন সহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক আজকের দর্পণ পত্রিকা যেন আগামীতে দেশের জন্য, দেশের মানুষের জন্য নির্ভিক ভাবে কাজ করে যেতে পারে সেই উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available