• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৫১:৩৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ২২ লক্ষ টাকা ডাকাতি, জনতার হাতে আটক ১

২৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮:৩১

সংবাদ ছবি

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সিগারেট কোম্পানির টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় ২২ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবুল ইসলাম (৩৭) নামের এক ডাকাতে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা।

২৫ আগস্ট রোববার দুপুর ১২ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া হাইওয়ের মুজাহিদনগর এলাকার র‍্যাব ১০ ক্যাম্পের পাশে এই ঘটনা ঘটে।

Ad
Ad

জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া পাকাপোল এলাকা থেকে সেলস প্রমোশনাল সার্ভিস লিমিটেড নামে একটি সিগারেট বিক্রি ডিলার কোম্পানির তিন কর্মচারী অ্যাকাউন্টেন্ট তৌহিদুল ইসলাম, অফিস বয় বিল্লাল হোসেন এবং অটো ড্রাইভার সজিব ২২ লক্ষ টাকা নিয়ে রাজেন্দ্রপুর ন্যাশনাল ব্যাংকে জমা দেয়ার জন্য যাচ্ছিল। এ সময় ঢাকা-মাওয়া হাইওয়ের র‍্যাব ১০ ক্যাম্পের পার্শ্ববর্তী স্থানে একটি হাইয়েজ মাইক্রোবাস তাদের অটো ভ্যানের গতিরোধ করে, অস্ত্রের মুখে জিম্মি করে  অ্যাকাউন্টেন্ট ও অফিস বয়কে মারধর করে চোখ বেঁধে হাইস গাড়িতে তুলে ফেলে এবং অটো ড্রাইভারকে মারধর করে অটোতে সেট করা লকারের ভিতর হতে ২২ লক্ষ টাকা নিয়ে যায়। পরবর্তীতে মাইক্রোবাসটি  মুজাহিদনগর হয়ে ঝিলমিল আবাসিক এলাকার ভিতর ঢুকে ফাঁকা জায়গায় অ্যাকাউন্টেন্ট ও অফিস বয়কে গাড়ি হতে ফেলে দিয়ে ধলেশ্বরী টোল প্লাজার দিকে চলে যায়।

Ad

বিষয়টি তাৎক্ষণিক ভ্যানচালক সজীব টোল প্লাজার আশেপাশে থাকা কোম্পানির অন্যান্য লোকদের মোবাইল ফোনে বিষয়টি জানালে কোম্পানির লোকজন টোল প্লাজায় অবস্থান নেয়। মাইক্রোবাসটি টোল প্লাজায় পৌঁছানোর পরে টোল দেয়ার জন্য একজন গাড়ি থেকে নামার পর কোম্পানির লোকজন  ধাওয়া করলে গাড়ি থেকে নামা ডাকাত দলের ওই সদস্যকে রেখেই মাইক্রোবাসটি টোল প্লাজার বেরিকেট ভেঙে দ্রুত পালিয়ে যায়। পরে কোম্পানির লোকজন স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের ওই সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ডাকাত দলের সদস্য। লুণ্ঠিত টাকা ও ডাকাত দলের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩






Follow Us