• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৪৯:১০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

শ্রমিক আন্দোলনের মুখে মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ

১২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৩২:১৩

সংবাদ ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ভূ-গর্ভস্থ শ্রমিকদের সংগঠন মধ্যপাড়া গ্রানাইট মাইন শ্রমিক কল্যাণের ব্যানারে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। ফলে খনি কর্তৃপক্ষ ও পাথর উত্তোলনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান (জিটিসি) ১১ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে।

জানা যায়, দেশের একটি উল্লেখযোগ্য জাতীয় পত্রিকায় সম্প্রতি খনি সংক্রান্ত অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় খনি শ্রমিকরা ফুঁসে ওঠে এবং স্লোগান দিতে থাকে জিটিসিকে আর নয়। এ অবস্থায় পাথর উত্তোলনকারী ঠিকাদার প্রতিষ্ঠান ও তার সহযোগী বৈদেশিক সংস্থা বেলারুশ নিরাপত্তার অভাব বোধ করায় ভূ-গর্ভে শ্রমিক প্রবেশে বাধা-নিষেধসহ আনুষ্ঠানিকভাবে পাথর উত্তোলন বন্ধের ঘোষণা দেয়।

Ad
Ad

এ সময় কর্তৃপক্ষ খনির গেটসমূহ বন্ধ করে দিলে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন ঘটনাস্থলে পৌঁছান এবং শ্রমিকদের দাবি শুনে তাদের শান্ত থাকার পরামর্শ দেন। একপর্যায় জিটিসি কর্তৃপক্ষ নিজেই ঘোষণা দেয় তারা আর কাজ করবে না।

Ad

শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- প্রতিটি খনি শ্রমিকের বেতন ভাতা, উৎসব বোনাস ও ছুটি হতে হবে আন্তর্জাতিক আইন মেনে, চুক্তির শর্ত মোতাবেক বার্ষিক ৫% হারে বেতন বৃদ্ধি ও পদোন্নতি, ছাঁটাইকৃত খনি শ্রমিকদের অনতিবিলম্বে নিঃশর্তভাবে নিয়োগ প্রদান, সরকার ঘোষিত ছুটি ও যান্ত্রিক ত্রুটির কারণসহ জিটিসি কর্তৃপক্ষ ঘোষিত ছুটি বেতন-ভাতা প্রদান এবং কোনো শ্রমিককে ছাঁটাই করতে হলে ৩ মাসের বেতন প্রদান করতে হবে। খনিতে কাজ করেন ৮৭১ জন শ্রমিক।

এ ব্যাপারে উপস্থিত শ্রমিকরা জানান, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরাও কাজে যোগ দেব না। বৈদেশিক সংস্থা বেলারুশ ও জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড জিটিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি।

অপরদিকে খনি কর্তৃপক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একটি দায়িত্বশীল সূত্রের সঙ্গে কথা হলে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান খনির নিরাপত্তার কথা ভেবে কাজ বন্ধ করে দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭


Follow Us