• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৩৩:৪০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

শনিবার থেকে সাগরে মাছ ধরা বন্ধ: সঠিক সময়ে বরাদ্দের চাল চায় কুতুবদিয়ার জেলেরা

১৮ মে ২০২৩ বিকাল ০৫:২২:৪৫

সংবাদ ছবি

মিজানুর রহমান, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: অন্যান্য বছরের মতো এবারও সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় ২০ মে শনিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকবে। গত ১১ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। সে অনুযায়ী কুতুবদিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর ইতোমধ্যে সব জেলে ও নৌকার মালিকদের নিয়ে সভা-সমাবেশ,  মাইকিং, লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন ও সতর্ক করছে। 

নিষেধাজ্ঞাকালীন এ সময়ে কুতুবদিয়ার ১০ হাজার ৯৫৯ জন জেলে সরকারি সহয়তা পাবে। প্রতি জেলেকে সরকারের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে প্রথম ধাপে ৫৬ কেজি ও দ্বিতীয় ধাপে ৩০ কেজি করে মোট ৮৬ কেজি চাল প্রদান করা হবে বলে জানান কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব।

Ad
Ad

সরেজমিনে গত বুধবার বিকেলে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী ঘাটে গিয়ে দেখা গেছে, শতাধিক নৌকা ঘাটে নোঙর করে আছে। কয়েকটি ছোট নৌকা থেকে মাছ খালাস করা হচ্ছে। তারপর মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে।

Ad

জেলেরা জানান, ঘূর্ণিঝড় মোখা'র কারণে গত ১০দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ করেছে। তার সাথে যুক্ত হচ্ছে সরকারি নিষেধাজ্ঞার ৬৫ দিন। এ দীর্ঘদিনে সংসার চালানোর মত তাদের কোন জমানো টাকা নেই। মাছ ধরা বন্ধ থাকলে মালিকপক্ষও কোন সহযোগিতা করে না। বিগত বছরগুলোতে নানা জটিলতায় ঠিক সময়ে সরকারের বরাদ্দের চাল পাননি। এমন বাস্তবতার মধ্যেই সঠিক সময়ে চাল বিতরণের দাবি জেলেদের।

শুধু তাই নয়, নিবন্ধিত হয়েও নিষেধাজ্ঞার সময়ে জেলেদের হাতে সরকারি সহায়তা না পৌঁছানোর অভিযোগও করেছে অনেকে। স্থানীয় কয়েক জনপ্রতিনিধি তাদের পছন্দের জেলেদের সহায়তা করেন বাকিদের সহয়তা করেন না বলে অভিযোগ তুলেন জেলেরা।

কুতুবদিয়ার ধূরুং ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মোখা'র আতংকে গত  ১১ মে থেকে কুতুবদিয়ার শতাধিক নৌকা গভীর সাগর থেকে কূলে ফিরে এসেছে। তারমধ্য তার নিজের ৬টি নৌকাও রয়েছে। ওই ৬টি নৌকায় ১৩৫ জন জেলের মধ্যে সরকারের সহয়তা পায় মাত্র ৩০ জন। এভাবেই অনেক জেলে পায় না সরকারি সহয়তা। তিনি নিষেধাজ্ঞাকালীন সময়ে এ সহয়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫




Follow Us