• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৫০:৪৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

২৭ জুলাই ২০২৫ বিকাল ০৩:১৫:২৪

সংবাদ ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে সন্তানদের ভরণপোষণ  ও স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী সুইটি বেগম।

২৭ জুলাই রোববার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকাপুর কাচারী পাড়া নির্যাতনকারী স্বামী আরিফের বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।

Ad
Ad

সংবাদ সম্মেলনে সুইটি বেগম বলেন, ২০১৪ সালে দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকা পুর কাচারী পাড়ার এলাকার রুহুল আমীন বাদশার ছেলে পরিবার পরিকল্পনা পরিদর্শক আরিফের সাথে  আমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে আমাদের দুটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ২০১৮ সালে আমাকে না জানিয়ে ডিভোর্স দেন এবং সন্তানসহ আমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন আরিফ ও তার বাবা মা। আমি ২  সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করি।

Ad

কিন্তু গত কয়েক মাস থেকে আরিফ আমার সন্তানদের সাথে মোবাইল ফোনে কথা বলেন। আমাকে নিয়ে পুনরায় সংসার করার কথা বলেন এবং আমাকে তার বাড়িতে আসতে বলেন। তার এমন আশ্বাসের পর আমি ২০ জুলাই আরিফের বাড়িতে আসি। তার বাড়িতে আসার পর প্রতারক আরিফ, তার মা আছমা বেগম, চাচা মহিবুল হক যুবরাজ আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন।

নির্যাতনের বিচার ও সন্তানদের ভরণপোষণ এবং স্বামীর অধিকার ফিরে পেতে আমি গত ৭ দিন যাবত স্বামীর বাড়িতে অবস্থার করছি। আমি আমার স্বামীর অধিকার চাই, সন্তানদের ভবিষ্যৎ চাই। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩






Follow Us