• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:২৩:০৬ (22-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফোরকান মিয়া। তিনি বলেন, আমি ২০২৩ সালে বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৫০ নম্বর সদস্য নির্বাচিত হই। কিন্তু আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আমার নাম থাকা নিয়ে ফেসবুকে বিভ্রান্ত করা হয়। ২০১৬ সালে আমার নাম কীভাবে আওয়ামী লীগের কমিটিতে এসেছে তা আমি জানি না। আমি কখনো আওয়ামী লীগ করিনি। মূলত আমি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, সম্প্রতি আমার একটি ভিডিও এডিট করে ফেসবুকে অপপ্রচার করা হয়। তাই আমি এঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।  সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।