নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুতে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার অভিযোগ ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার।

৫ জানুয়ারি সোমবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলমগীর, সিজানুর, গাজলু ও দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ সেপ্টেম্বর সকালে আমাদের আত্মীয় আব্দুস সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। কিন্তু পূর্বে তাদের সাথে জমিজমাসংক্রান্ত জের থাকায় প্রতিপক্ষকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে সেই স্বাভাবিক মৃত্যুর ২ মাস পরে ২৫ নভেম্বর ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী।
মামলার তদন্তে স্পষ্ট কোনো প্রমাণ না পেয়ে সোমবার পোস্ট মর্টেমের উদ্দেশ্যে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। এসময় তারা পোস্ট মর্টেমের সুষ্ঠু রিপোর্ট প্রদান সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ আসামিদের মুক্তির জন্য সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবি জানান তারা।
সম্মেলনে তারা উল্লেখ করে, নিহত আব্দুস সামাদ সকাল বেলা রাস্তায় চলার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ভ্যান গাড়িতে উঠিয়ে দেয়। এমন একটি স্বচ্ছ ঘটনাকে হত্যা দাবি করে প্রতিপক্ষকে ফাঁসানোর প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ আসামিদের মুক্তির দাবি ও একজন মৃত ব্যক্তিকে ব্যবহার করে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টাকারীদের শাস্তিও দাবি করে তারা।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো. কবির হোসেন জানান, স্থানীয়দের অনেকেই বলছেন, নিহত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আবার বাদী বলছে হত্যা। এমন ধুম্রজাল থাকায় আমরা কোনো আসামি গ্রেফতার করিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available