• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৪০:১১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানি গ্রেফতার

১৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪৮:১৪

সংবাদ ছবি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ৮ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে ফজলুল করিম নামের মুদি দোকানির বিরুদ্ধে। উপজেলার লক্ষীপদুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

১২ সেপ্টেম্বর শুক্রবার ফজলুল করিমকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

Ad
Ad

জানা গেছে, ভিকটিম শিশুটি রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ফজলুল করিমের মুদি দোকানে মুড়ি কিনতে যায়। এসময় আশপাশে কেউ না থাকায় শিশুটিকে দোকানের ভিতর নিয়ে গায়ে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় ফজলু। পরে শিশুটি ছাড়া পেয়ে দৌড়ে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।

Ad

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফজলুল করিমকে গ্রেফতার করে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ, কে ফজলুল হক বলেন, ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থানায় মামলা করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


Follow Us