• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:১৩:৩৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ঘিওরে নিখোঁজের ৩ দিন পর ইমামের মরদেহ উদ্ধার

১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪৬:১০

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের তিন দিন পর খিড়াই নদী থেকে এক মসজিদের ইমাম রফিকুল ইসলাম (৩৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা খিড়াই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।

Ad
Ad

নিহত রফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। প্রায় এক বছর ধরে তিনি ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া এলাকার বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Ad

স্থানীয়রা জানান, গত রোববার ফজরের নামাজে ইমামতি করার পর থেকে রফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। যোহরের নামাজ থেকে অনুপস্থিত থাকায় স্বজন ও মসজিদ কমিটির সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা খিড়াই নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

মসজিদ কমিটির সদস্য হেলাল উদ্দিন বলেন, ইমাম সাহেব নিয়মিত দায়িত্ব পালন করতেন। রোববার যোহরের নামাজে না আসায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে সবাই হতবাক হয়ে গেছি।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us