• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:০৮:২৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

গোয়ালন্দে মাদকসহ গ্রেফতার ২

২৯ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৭:৫৫

সংবাদ ছবি

রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে উত্তর দৌলতদিয়া বাজার সংলগ্ন কালী মন্দিরের সামনে পাকা রাস্তা থেকে মাদক কারবারি পলাশ মুখার্জী (৩৯) ও ইজবাল শেখ (২৮) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

Ad
Ad

গ্রেফতার পলাশ মুখার্জি ফরিদপুর জেলার কোতয়ালি থানার ঝিলটুলি গ্রামের মৃত নন্দ দুলাল মূখার্জী পুত্র। পলাশের বিরুদ্ধে ইতোপূর্বে আরও ২ টি মাদক মামলা রয়েছে। অন্যদিকে পলাশের সহযোগি  ইকবাল শেখের বিরুদ্ধেও ১ টি অস্ত্র ও ১ টি চাঁদাবাজিসহ মোট ৩ টি মামলা রয়েছে।

Ad

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫







Follow Us