• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:৩৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কটিয়াদীর মানিকখালী বাজারের বেহাল দশা

২ জুলাই ২০২৪ বিকাল ০৩:৪৩:৫৪

সংবাদ ছবি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারটিতে জন দুর্ভোগ চরমে উঠেছে। প্রতিবছর উপজেলা প্রশাসন ইজারার খাত থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও বাজারের উন্নয়নে এক টাকাও ব্যয় করেনি বলে এমন অভিযোগ সচেতন নাগরিক সমাজের। ফলে বাজারে আসা লোকজন ও ক্রেতা-বিক্রেতারা প্রতিনিয়ত সমস্যার শিকার হচ্ছে। এসব দেখার জন্য কেউ নেই বলে দাবি করেছেন বাজারের আসা ও নানা সমস্যা এবং ভোগান্তিতে থাকা অসংখ্য জনসাধারণ।

মানিকখালী বাজারটি কটিয়াদী উপজেলা হইতে ৭-৮ কিলোমিটার দূরে চান্দপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত হওয়ায় পুরো চান্দপুর বাসীর এইটাই একমাত্র কেনা-বেচার হাট। ইউনিয়নের লোকজন এ হাটে প্রতিদিন আসে নিত্য প্রয়োজনীয় বাজার ও সব ধরনের কাঁচা বাজার করতে। এ বাজারে আসে পার্শ্ববর্তী করগাঁও ও মুমুরদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

Ad
Ad

এতে বাজারে জনসাধারণের উপস্থিতি লক্ষণীয়। ফলে এ বাজারটির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এই বাজারে রেলওয়ে স্টেশন উপস্থিত হওয়ায় আশপাশের এলাকার ট্রেনে যাতায়াতকারি অনেক যাত্রীর আনাগোনা এই বাজারে।

Ad

২ জুলাই মঙ্গলবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, নানা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বাজারে কাঁচা বাজারের জন্য কোনো সেট নেই। সবজি ও কাঁচা তরকারি ব্যবসায়ীরা বৃষ্টিতে কোনো রকম পলিথিন টানিয়ে বেচা-কেনা করছে। অন্যদিকে মাছ বিক্রির জন্য পুরনো যে সেটটি ছিল সেটিও ভেঙে গেছে।

সেই ভাঙগা সেটটিতে ঝুঁকিপূর্ণভাবে মাছ বিক্রি করছে এবং মাছের পানিতে দুগন্ধ ছড়িয়ে পড়ছে সর্বত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, স্থানীয় এমপির কাছে মাছ ব্যবসায়ীদের দাবি মাছ মহলের পুরনো সেটটি পুননির্মাণ করা। বর্তমানে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এই সেটে ব্যবসা করছেন। সেটটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে ব্যবসায়ীদের মাথার উপর।

বাজারে কোনো পাশেই ময়লা আর্বজনার পানি যাওয়ার নালা অথবা নিষ্কাশনের ব্যবস্থা নেই। যে যার মত করে বেচা-কেনা করায় বাজারের কোনো শৃঙ্খলা ও জনসাধারণের চলাচল ও দাঁড়ানোর সুযোগ নেই। এতে বাজারের বেহাল অবস্থা লেগে আছে।

বাজারের এই বেহাল দশার জন্য বাজারের অনেক ব্যবসায়ীরা দায়ী করেছেন বর্তমান বাজার কমিটিকে। বাজারের কোনো উন্নয়ন বা ব্যবসায়ীদের কোনো বিপদে তাদের নজর নেই। মানিকখালী বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ বাজারের বর্তমান বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে তারা বাজারের বিভিন্ন অনিয়মের সাথে জরিয়ে আছেন বলে গুঞ্জন রয়েছে। তাই বাজারের সকল ব্যবসায়ীদের দাবি নতুন একটি বাজার কমিটি দেয়ার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সাটুরিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:০৫


সংবাদ ছবি
শাপলা প্রতীক সরছি না, ১৫০ আসন পাবে এনসিপি
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:০৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১৭

সংবাদ ছবি
শিবচরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:৩৩

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


Follow Us