• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:৩৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পয়োনিষ্কাশনের পাইপলাইন

১৩ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩২

সংবাদ ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৌরসভা থেকে ১.২৫ ফুট প্রসস্তে ২৫৪০ ফুট দীর্ঘ রাস্তা কাটার অনুমোদন নিয়েছে একটি কারখানা কর্তৃপক্ষ। রাজস্ব ফাঁকি দিয়ে কাটাছে প্রায় ছয় ফুট প্রসস্তে অনেক বেশী  দীর্ঘ রাস্তা। সংশ্লিষ্টরা আইনের তোয়াক্কা না করে, উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তার বুক চিড়ে পয় নিষ্কাশনের পাইপলাইন স্থাপনের কাজ করছে। স্থানীয়দের বাঁধা অগ্রাহ্য করে চলছে কর্মযজ্ঞ। ঈদের ছুটির ফাঁকে চলেছে নির্বিঘ্নে রাস্তা কটার কাজ। স্থানীয়দের দাবি কারখানার বর্জ্য পানি লবলঙ্গ নদীতে ফেলার পরিকল্পনা নিয়ে চলছে পাইপ স্থাপনের কাজ। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন কাজ বন্ধ করে দেয়া হয়েছে। দ্রুত সময়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

১৩ জুন শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীপুর পৌর এলাকার  ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের আস্ওয়াদ নিট কম্পোজিট লি: নামক কারখা থেকে লবলঙ্গ নদী পর্যন্ত প্রায় আড়াই কি.মি. সড়ক কেটে পাইপলাইন স্থাপন করা হয়েছে। ইট সলিং ও কার্পেটিং ঢালাইয়ের রাস্তা কেটে প্রায় ৬ফুট প্রস্ত এবং প্রায় ৮ ফুট গভীর করে খনন করছে।  অনুমোদনের চেয়ে অনেক বেশী দীর্ঘ রাস্তা কেটে পয়োনিষ্কাশনের পাইপলাইন স্থাপন করা হয়েছে। স্থানে স্থানে চলছে পাইপ জোড়ার কাজ। এক্সকেভেটর (ভেকু) দিয়ে দ্রুত  রাস্তা কাটা হয়। কাটা অংশে দ্রুত পাইপ বসিয়ে মাটি ভরাট কারা হয়। অবশিষ্ট মাটি ড্রাম ট্রাকে করে অন্যত্রে সরিয়ে নেয়া হয়। ফের চলে রাস্তা কাটার কাজ।

Ad
Ad

স্থানীয় বাসিন্দারা বলেন, ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে। বৃষ্টির পানিতে কাটা রাস্তায় হচ্ছে খানাখন্দ। স্থানে স্থানে রাস্তা দেবে সৃষ্টি হচ্ছে হচ্ছে খাত। ফলে রাস্তায় ঝুঁকি নিয়ে চলে যানবাহন। বৃষ্টি হলে পায়ে হেঁটে চলার জোঁ থাকেনা রাস্তায়।  
স্থানীয় নজরুল ইসলাম বলেন,  দীর্ঘ সময়ের দাবির প্রেক্ষিতে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পৌর কর্তৃপক্ষ ইট সলিং করে। কিছুদিন ধরেও রাস্তার বুক চিড়ে চলছে পাইপ স্থাপনের কাজ।  স্থানীয়রা বাঁধা দিলেও তা মানেনি সংশ্লিষ্টিরা। ওই কারখানা কর্তৃপক্ষ লবলঙ্গ নদী পর্যন্ত প্রায় আড়াই কি.মি. দীর্ঘ রাস্তা কেটে পাইপ বসিয়েছে।

Ad

রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খোরশেদ আলম বলেন, পরিবেশ অধিদপ্তর লবলং নদীর পরিবেশ  রক্ষার উদ্যোগ নিয়ে কাজ করছেন। বিপরীতভাবে ওই কারখানা কর্তৃপক্ষ নদী দূষণের মহা যজ্ঞ হাতে নিয়েছে। কারখানার কেমিক্যাল যুক্ত ময়লা বর্জ্য পানি নদীতে ফেলার পরিকল্পনা মতে চলছে পাইপ লাইন স্থাপনের কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জেনেও এ ক্ষেত্রে কি করছেন না । এ বিষয়ে তদন্ত করে শাস্তি দাবি করছি।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, আমার জানামতে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তা কাটার সব ধরনের অনুমতি নিয়ে পাইপলাইন স্থাপনের কাজ করছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি।

শ্রীপুর পৌরসভার নগর পরিকল্পনা বিদ মো. সাইফুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ ১.২৫ প্রস্ত এবং ২৫৪০ ফুট দীর্ঘ রাস্তা কাটার অনুমোদন নিয়েছে। সে ক্ষেত্রে তারা স্থান ভেদে  ৫ থেকে ৬ ফুট প্রসস্তে অনেক বেশি রাস্তা কেটেছে। এখানে রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে। কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহেদ আক্তার জানান, বিষয়টি অফিসের সকলে জানেন। অফিস খোলার পর দেখে ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, বিষয়টি জানার পরপরই রাস্তার কাজ বন্ধ করা হয়।  সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সাটুরিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:০৫


সংবাদ ছবি
শাপলা প্রতীক সরছি না, ১৫০ আসন পাবে এনসিপি
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:০৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১৭

সংবাদ ছবি
শিবচরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:৩৩

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


Follow Us