• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৩৬:৪৬ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নিখোঁজের ৩০ ঘণ্টা পর জীবিত উদ্ধার : অলৌকিকতা নাকি পরিকল্পিত আত্মগোপন?

২০ জুন ২০২৫ সকাল ১১:২০:৩৩

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ধুরুং খালে নিখোঁজের ৩০ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলেন রেজিয়া বেগম (৪৫)। ১৮ জুন বুধবার দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, তিনি খালের পানিতে ডুবে গেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা খালে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি।

Ad
Ad

পরে ১৯ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় নিখোঁজের স্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে খালের পূর্ব পাশে ঝোপের মধ্যে পাওয়া যায় তাকে। হঠাৎ করেই “আল্লাহু আকবার” বলে চিৎকার করলে আশেপাশে থাকা লোকজন তার অবস্থান টের পান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা দৌড়ে গিয়ে তাকে জীবিত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Ad
Ad

দীর্ঘ ৩০ ঘণ্টা তিনি কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের অনেকে বলছেন, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং পরিকল্পিত আত্মগোপনের বিষয় হতে পারে।

Ad

স্থানীয়দের ভাষ্যমতে, রেজিয়া বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেই কারণে তিনি আত্মগোপনে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন অলৌকিক ঘটনা, আবার কেউ বলছেন ঋণচাপ থেকে পালানোর চেষ্টা মাত্র। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত করছে।

এলাকাবাসী বলছে, মানবিক দিক বিবেচনায় আমরা খুশি যে উনি বেঁচে আছেন, তবে এর পেছনের সত্য বের হওয়া জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২