নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় র্যাব-১১ অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেফতার করেছে। সাথে লুন্ঠিত বৈদ্যুতিক সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার আদমজী র্যাব-১১ এর কার্যালয়ে র্যাবের অধিনায়ক (সিইও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সামনে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার ও র্যাবের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত মুখোশধারী ১৫–২০ জন ডাকাত শ্রমিকদের পোশাক পরে ফতুল্লার বিদ্যুৎ কেন্দ্র সাবস্টেশনে ঢুকে পড়ে। তারা প্রথমে সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল ও তামার তারসহ প্রায় ৬৫ লাখ টাকার যন্ত্রাংশ ট্রাকে করে লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ডিপিডিসির কর্মচারী মো. সেলিম মিয়া ২২ সেপ্টেম্বর সোমবার ফতুল্লা থানায় মামলা করেন। পরে র্যাব-১১ অভিযানে ২২ সেপ্টেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে আটক করে।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে ডাকাত লিটনের নামে ৫টি ডাকাতি, ২টি অস্ত্র ও ১টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা আছে। রোমানের নামে ৪টি মাদক মামলা এবং সাগর মুন্সির নামে একটি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও ১২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এখনো পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available