• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩২ ভোর ০৪:২৮:২১ (19-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘ইংলিশ ক্লাব অফ এইচএসটিইউ’ এর নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ ফাইজ নির্বাচিত হয়েছেন।১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ১৩ জন প্রার্থী। বিকাল ৪.৩০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নওশের ওয়ান। ঘোষিত ফলাফলে ১৭৫ ভোট পেয়ে ইমরান হোসেন সহ-সভাপতি এবং ১৭৯ ভোট পেয়ে মোহাম্মদ ফাইজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ সজীব ১৯৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে তানজিম ১৮০ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মাহবুব ২০১ ভোট এবং সহকারী রেজিস্ট্রার পদে ১৯৫ ভোট পেয়েছেন মুনমুন।সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে ইমরান হোসেন বলেন, আমাকে নির্বাচিত করার জন্য ইংরেজি বিভাগের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আমি তাদের আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করবো।সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাইজ বলেন, আমার নির্বাচনী ইশতেহারে যা ছিল তা বাস্তবায়নের জন্য চেষ্টা করবো। সবাইকে সাথে নিয়ে গঠনমূলক কাজের মাধ্যমে হাবিপ্রবির ইংরেজি বিভাগকে এগিয়ে নিয়ে যাবো।নির্বাচন আয়োজনের বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দ্বীপক কুমার সরকার বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। শিক্ষার্থীরাও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। সবার অংশগ্রহণ এবং সহযোগিতাও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।