• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৩:২৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

৮ অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৩:২৫

সংবাদ ছবি

খুলনা প্রাতনিধি: খুলনার দৌলতপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আল-আমিনকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব। ৮ অক্টোবর রোববার তথ্য প্রযুক্তির সহায়তায় বাগেরহাটের চিতলমারী থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে আল-আমিন বরিশাল, ঢাকা, সাভারসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম. নাজিউর রহমান বলেন, ১৩ সেপ্টেম্বর রাতে গৃহবধুর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আসামি আল-আমিন এবং আরও ১০-১২ জন মিলে ঐ বাড়িতে আসে এবং গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।

জানা যায়, একই এলাকায় ভাড়া থাকায় আল-আমিন আগে থেকেই ঐ গৃহবধূকে বেশ কয়েকবার কুপ্রস্তাব দিয়েছে। কিন্তু তাতে সাড়া না দেয়ায় গণধর্ষণ করে অভিযুক্তরা। ধর্ষণের পর আসামিরা তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। পরে ধর্ষণের শিকার ঐ গৃহবধূ স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা শেষে দৌলতপুর থানায় আসামিদের বিরুদ্ধে একটি ধর্ষণের  মামলা করেন।

এ ঘটনায় এজাহারভুক্ত ১ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণে যুক্ত থাকার কথা স্বীকার করেছে আসামিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭