• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৫৮:০৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

১০ দিন ধরে নিখোঁজ নবাবগঞ্জের সোহানা

১২ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৫১:৫৯

সংবাদ ছবি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ঢাকার নবাবগঞ্জের আওনা গ্রামের বাসিন্দা মাদ্রাসা ছাত্রী সোহানা আক্তারের। সোহানা (১৪) ঐ গ্রামের সোহেদ রানার মেয়ে। ১ অক্টোবর রোববার সে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।

সোহানার বাবা জানায়, তার মেয়ে নবাবগঞ্জের পাশ্ববর্তী সিংগাইরের জয়মন্টপ এলাকা হজরত সাওদা (রা.) মহিলা এতিমখানা ও মাদ্রাসায় থেকে প্রায় ২ বছর যাবৎ পড়াশোনা করছে । প্রায়ই ক্লাসে তার মেয়েকে মারধর করা হতো বলে ছুটিতে এসে জানাতো । সর্বশেষ ১ অক্টোবর রোববার দুপুরে মারধর করার পর মাদ্রাসা থেকে পালিয়ে গেলে, মাদ্রাসা বা বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটিনায় সিংগাই থানায় একটি জিডি করা হয়েছে, জিডি নং-১৬০।

Ad
Ad

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আমজাদ হোসেন মুঠোফোনে এশিয়ান টিভি অনলাইনকে জানান, নিয়মের মধ্যে রেখেই শিক্ষার্থীদের শাসন করা হয় । সোহানাকে কোন মারধর করা হয়নি । মাদ্রাসা থেকে খালার বাড়িতে যাওয়ার পর আর ফিরে আসেনি ।

Ad

সিংগাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন এশিয়ান টিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় থানায় একটি নিখোঁজ জিডি করা হয়েছে । তাকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫









Follow Us