• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:০৮:২২ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াশালে ৭ বছর পর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২০:০৫

সংবাদ ছবি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: দীর্ঘ ৭ বছর পর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার বিকালে ঘোড়াশাল পৌর জাতীয় পার্টি কার্যালযের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৭ বছর পর সম্মেলন হলেও নানা বিশৃঙ্খলায় রাত সাড়ে ৯টা পর্যন্ত নতুন কমিটি ঘোষণা করতে পারেনি নেতারা। সম্মেলন শেষে জাতীয় পার্টির অফিসে বসে কেন্দ্রীয় ও জেলার জাতীয় পার্টির নেতারা স্থানীয় নেতাদের নিয়ে বসে সমঝোতার চেস্টা করে ব্যর্থ হলে বাহিরে কর্মীরা দফায় দফায় বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এ ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ স্বপন জানান, নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পরে সমন্বয় করে ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির নাম ঘোষণা করবেন।

ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মো. রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ওমর ফারুক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা এ.এন.এম রফিকুল আলম সেলিম।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার হোসেন মোল্লা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ স্বপন, পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব শামীম আল আজাদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭