• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:০৩:৫৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালের অগ্রণী ব্যাংক সদর রোড শাখা থেকে গ্রাহকের টাকা ছিনতাই

২৭ অক্টোবর ২০২৩ সকাল ০৯:১৮:২১

সংবাদ ছবি

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালের অগ্রণী ব্যাংক সদর রোড শাখা থেকে গ্রাহকের অর্ধলাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী গ্রাহকের নাম রাজু আহমেদ। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। তিনি কোতোয়ালি মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী গ্রাহক কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা গণনা করছেন। এসময় মাস্ক পরিহিত এক ব্যক্তি টাকা নিয়ে ব্যাংকের বাইরে চলে যান। ব্যাংকের বাইরে সিসি ক্যামেরা না থাকায় তাকে আর দেখা যায়নি।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের শাখার ব্যবস্থাপক উত্তম কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানায় উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ব্যাংকের সিসি ফুটেজ চেক করে দেখা হচ্ছে। ঘটনাটি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭