• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১০:৫৫:২২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা: গ্রেফতার ২

৪ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৮:০১

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বাসে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস মালিক সাইফুল আলম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞত আরও ৩০-৪০ জনকে বিবাদী করে ২ নভেম্বর বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Ad
Ad

গ্রেফতাররা হলেন, রাঙ্গুনিয়া পৌরসভার উত্তরঘাটচেক এলাকার নাজিমুল ইসলাম জুয়েল (৩৩) এবং চন্দ্রঘোনা নবগ্রাম এলাকার নুর উদ্দিন (৩৪)। ৩ নভেম্বর শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Ad
Ad

জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে চন্দ্রঘোনা গণবিদ্যালয় এলাকায় এবি ট্রাভেলস নামে ২ টি বাস ভাংচুর এবং একটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে বুধবার একই ইউনিয়নের হাবিবের গোট্টা এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে পাথরবাহি একটি ট্রাক ভাংচুর ও অপরটি পুড়িয়ে দেয়া হয়। একইরাতে পোমরা সৈয়দা সেলিমা কাদের কলেজ গেট এলাকায় গভীর রাতে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া পদুয়া রাজারহাট বাজারেও নাশকতার চেষ্টা চালানো হয় এবং হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুরে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়া হয়। এসব ঘটনায় পৃথক এজহারে অন্তত শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে এবং আরও প্রায় ৩০০ জন অজ্ঞাতনামা ব্যাক্তির বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা অধিকাংশই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

Ad

এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, থানায় নাশকতার ৩ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ঠেকাতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে এবং এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭



Follow Us