• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১২:৫২:১৩ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিদেশিরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত: এমপি মোরশেদ

১২ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৩০:০৯

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিদেশিদের কাছে ভালো লাগে না। তাই তারা সরকারকে পিছনে ফেলে রাখতে চায়। এইজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

১১ নভেম্বর শনিবার বিকালে সোনাইমুড়ী উপজেলার বজরা স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং নৌকার পক্ষে ভোট চেয়ে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বেঙ্গল গ্রুপ পরিচালক বিলকিস নাহার, জেসমিন আক্তার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খোলোয়াড় কাউসার হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমিনুল হক বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবর বাবু, কেন্দ্রীয়  যুবলীগ নেতা আবদুল হাই, বজরা ইউপি চেয়ারম্যান মীরন অর রশিদসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭