• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৫:৩৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে মকবুল হোটেল এন্ড সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

২৩ নভেম্বর ২০২৩ সকাল ১১:০০:১৯

সংবাদ ছবি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মকবুল হোটেল এন্ড সুইটসকে নানা অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২২ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী এবং ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মকবুল হোটেল এন্ড সুইটস দোকানে রাখা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী, বাসি বিরানী ও মুরগির মাংস দেখতে পাওয়া যায়। পরে সেসব খাদ্য সামগ্রী ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেই সাথে ফ্রিজে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ও গামলায় নোংরা শিরার মধ্যে মিষ্টিজাত দ্রব্য রাখা ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী এবং ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মমতাজ বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মকবুল হোটেলের প্রতিটি খাদ্য সামগ্রীর উচ্চমূল্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪








সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭