• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৯:২৪:৩৮ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বন্যায় কৃষিখাতে জিডিপি কমবে এক-তৃতীয়াংশ

৮ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২৫:৫০

সংবাদ ছবি

রংপুর ব্যুরো: জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে। ফলে তাদের স্বাস্থ্য সুরক্ষায় বর্ধিত ১২.৫ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। এছাড়া ২০৫০ সালের মধ্যে শুধু বন্যার কারণে কৃষিখাতে জিডিপি কমবে এক-তৃতীয়াংশ এবং জাতীয়ভাবে ৬ দশমিক ৫ শতাংশ ফসলি জমি সংকুচিত হবে, যা খাদ্য নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করবে।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর এসোড প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় বিশ্ব ব্যাংকের ‘কান্ট্রি ক্লাইমেট ও ডেভেলপমেন্ট’ ২০২২-এর প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য তুলে ধরা হয়।

জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক বিভাগীয় এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

বিশ্ব ব্যাংকের ‘কান্ট্রি ক্লাইমেট ও ডেভেলপমেন্ট’ ২০২২-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টিপাত ৪ শতাংশ বাড়লে উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৭ সেন্টিমিটার বাড়তে পারে। ফলে সম্পদ হানির পরিমাণ হবে ৩০ কোটি ডলারের সমপরিমাণ।  

বৈশ্বিক এবং দেশীয় প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে করণীয় সম্পর্কে কর্মশালায় বক্তারা জনসচেতনতা সৃষ্টি, আইনের যথাযথ প্রয়োগ, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, পরিকল্পিত উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন।

এতে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. তুহিন ওয়াদুদ।

বেলার রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যালের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, রংপুর বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিজন কুমার রায় প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭