• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৫৪:৫৭ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

সাভারে জাল টাকা তৈরির কারখানায় অভিযানে জাল টাকাসহ আটক ২

৩১ জানুয়ারী ২০২৩ দুপুর ১২:৩৩:২৮

সংবাদ ছবি

জহিরুল ইসলাম খান লিটন, স্টাফ রিপোর্টার (সাভার) : সাভার পৌরসভার মজিদপুরে জাল টাকা ছাপানোর সময় অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করেছে র‌্যাব-৪। এসময় বিপুল পরিমাণ জাল টাকাসহ জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

৩০ জানুয়ারি সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের মজিদপুর এলাকার গ্রীন-ভিউ স্কুলের সামনে সাইফুল ইসলামের ২ তলা বাড়ির নিচতলায় এই অভিযান পরিচালনা করা হয়।

এই কক্ষে জাল টাকা বানানোর কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, কাঁথা-বালিশ, কিছু ওষুধ ছাড়া আর কিছু ছিল না।

আটকরা হলেন- ঝিনাইদহ জেলার ও রাজবাড়ি জেলার তুহিন। মুহিবুল্লাহ্ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন। তুহিন ছাপানো টাকার বাজারে ডিস্ট্রিবিউশনের কাজ করতেন। তারা জানুয়ারি মাসের গত ১৪ তারিখে এই বাসাটি ভাড়া নিয়েছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই বাড়িতে কতিপয় ব্যাক্তি জাল টাকা বানাচ্ছেন এবং বাজারে চালানোর চেষ্টা করছেন। বেশ কিছুদিন ধরে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে নিশ্চিত হয় যে, এই বাসাতেই জাল নোট তৈরির কাজ চলছে। পরবর্তীতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার এখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করতে সমর্থ হয় র‌্যাব-৪। আটক মুহিবুল্লাহ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ করেছে। এ ব্যাপারে তিনি দক্ষ টেকনিশিয়ান হিসাবে কাজ করেন।

সিপিসি-২, র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, আমরা ৫০০ টাকার ৯০ টি জাল টাকার নোট উদ্ধার করেছি। এছাড়া ছাপানো অবস্থায় বেশ কিছু কাগজসহ বিপুল পরিমাণ জাল টাকা ছাপানোর কাগজ পেয়েছি। এছাড়া ল্যাপটপ, প্রিন্টার ও জাল টাকা ছাপানোর অব্যবহৃত বিপুল পরিমাণ কাগজ উদ্ধার করা হয়েছে। এই সিন্ডিকেটের সাথে কেউ জড়িত আছেন কিনা আমরা তা খতিয়ে দেখব। যদি কেউ জড়িত থাকে, তাহলে আমরা তাদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩