• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৩২:৩৮ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সিএন‌জি চালকদের বিক্ষোভ

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৪৭:১৪

সংবাদ ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপু‌রে রা‌তে পু‌লি‌শের টহলের জন‌্য নেয়া সিএন‌জি‌তে পর্দার কাপড় না থাকায় চাল‌কের জামাকাপড় খু‌লে অর্ধনগ্ন করা পু‌লি‌শের শা‌স্তির দাবি‌তে বি‌ক্ষোভ ক‌রে‌ছেন সিএনজি চালকরা। প‌রে তারা সড়ক অব‌রোধ ক‌রে বিক্ষাভ ক‌রেন।

১৮ জানুয়া‌রি বৃহস্প‌তিবার সকাল ১০টার দি‌কে ভুঞ‌াপুর বাসস্ট‌্যান্ড এলাকায় সড়ক অব‌রোধ ক‌রে বিক্ষোভ ক‌রেন সি‌এন‌জি চালকরা। প‌রে উত্তে‌জিত শ্রমিকরা মি‌ছিল নি‌য়ে থানায় হা‌জির হন।

এ সময় শ্রমিক‌নেতাদের উপ‌স্থি‌তি‌তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চাল‌কদের সা‌থে অনাকা‌ঙ্ক্ষিত ঘটনার জন‌্য দুঃখ প্রকাশ ক‌রে ব‌্যবস্থা গ্রহ‌ণের আশ্বাস দি‌লে শ্রমিকরা থানা ত‌্যাগ ক‌রেন।

চালকরা জানিয়েছেন, গত ১৬ জানুয়া‌রি মঙ্গলবার রাত ১১টার দি‌কে সুমন না‌মের একজন সিএন‌জি চালকের শরী‌রে থাকা জামাকাপড় খু‌লে শী‌তের ম‌ধ্যে দাঁড় ক‌রি‌য়ে রা‌খেন থানার উপ-প‌রিদর্শক (এসআই) হা‌সিবুল।

সিএন‌জি চালকরা জানান, ভাড়া বা কোনো বি‌নিময় ছাড়াই প্রতিরা‌তেই একটা ক‌রে সিএন‌জি থানা পু‌লিশ‌কে দেয়া হয়। ঘটনার দিনরা‌তে পু‌লিশ কর্মকর্তা হা‌সিবুল সিএন‌জির একপা‌শে পর্দা না থাকায় চালক‌কে অকথ‌্যভাষায় গালিগালাজ ক‌রেন। এরপর ওই চাল‌ককে জামাকাপড় খু‌লে দাঁড় ক‌রি‌য়ে রাখেন শী‌তের ম‌ধ্যে।

ভুক্ত‌ভো‌গী চা‌লক সুমন জানান, ‘ঘটনার পরই শ্রমিক নেতা‌দের কা‌ছে অভিযোগ দি‌য়ে‌ছি। তারা যাই ক‌রেন সেটাই মে‌নে নি‌বো। ত‌বে ওই পু‌লিশ কর্মকর্তা খুবই খারাপ আচরণ ক‌রে‌ছেন।’

এই বিষ‌য়ে থানার এসআই হা‌সিবুলের সা‌থে মোবাইলে যোগা‌যোগ ক‌রলে তা‌কে পাওয়া যায়‌নি।

উপজেলা সিএন‌জি অটো‌রিক্সা শ্রমিক ইউনিয়‌নের সাধারণ সম্পাদক খন্দকার জা‌হিদ হাসান জানান, চালক ও পু‌লি‌শের সা‌থে ভুল বুঝাবু‌ঝি হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হ‌য়ে বি‌ক্ষোভ ক‌রে‌ছেন। প‌রে থানায় শ্রমিকদের উপ‌স্থি‌তি‌তে পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠ‌নের নেতাদের মধ‌্যস্থতায় বিষয়‌টি মীমাংসা হ‌য়েছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, বিষয়‌টি দুঃখজনক। শ্রমিক নেতা‌দের উপ‌স্থি‌তি‌তে বিষয়‌টি সমাধান হ‌য়ে‌ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩