• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ রাত ০৩:৫২:১৫ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

বিজয়নগরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

৯ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:০৪:৫৩

সংবাদ ছবি

মোঃ সারুয়ার হাজারী, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই আশরাফুলের (৩১)  ছুরিকাঘাতে নিয়ামুল (২৯) নিহত হয়। আশরাফুল ও নিয়ামুল উভয়ই মাদক ব্যবসা করতো। আর মাদক ব্যবসা নিয়েই তাদের মধ্যে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বুধবার বিকালে আশরাফুল নিয়ামুলকে তার বাড়ির সামনে ডেকে নিয়ে যায়। বাকতর্কের এক পর্যায়ে নিয়ামুলকে ছুরিকাঘাত করে আশরাফুলকে।

পরে নিয়ামুলকে পার্শ্ববর্তী উপজেলা আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিয়ামুল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের তাহের মিয়ার ছেলে এবং আশরাফুল একই বাড়ির আব্দুল মোতালেবের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা উভয়ই মাদক ব্যবসায়ী। খবর পেয়ে আমরা ঘাতক আশরাফুলকে গ্রেফতার করেছি এবং নিয়ামুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩