• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১০:০৭:৪৭ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু খাদে, বিদ্যুৎ অফিসের কর্মচারীর মৃত্যু

২১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:৩৫

সংবাদ ছবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাসেল (৩৫) নামে এক বিদ্যুৎ অফিসের কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ি চালক। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২১ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার তালতলা নামক স্থানে এ  দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল চুকনগর এলাকার বাসিন্দা ও আহত রনি মোড়ল যশোর জেলার মফিজুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, আলমসাধুযোগে দুই জন পাটকেলঘাটা বিদুৎ অফিসে যাচ্ছিল। তালতলা স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত রাসেল ও রনি । স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। বর্তমান রনি আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিসাধীন।

রাসেলের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭