• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১২:৩৬:০৮ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন

২ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬:২৫

সংবাদ ছবি

রংপুর ব্যুরো: ক’দিন পরই আসছে পবিত্র রমজান মাস। আর রমজানকে সামনে রেখে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়। মিছি-সমাবেশে হামলা, নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে গণতন্ত্র মঞ্চ।

২ মার্চ শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেএসডির রংপুর জেলা সভাপতি আমিন উদ্দিন বিএসসি, গণতন্ত্র মঞ্চের নেতা তৌহিদুর রহমান, চিনু কবির, এবিএম মশিউর রহমান। এছাড়া সমাজতান্ত্রিক দল ও রাষ্ট্র সংস্কারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠছে। অবিলম্বে বিদ্যুতের মূল্য কমানোসহ মিছিল-সমাবেশে হামলা বন্ধের দাবি জানান তারা।

সাধারণ মানুষের ভোগান্তি কথা চিন্তা করে সকল দ্রব্য মূল্যের দাম সাভাবিক ও সহনীয় পর্যায় নিয়ে আসার কথা ব্যক্ত করেন গণতন্ত্র মঞ্চ। তবে কোনো ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ না করলে আগামীত আরও বড় ধরনের আনন্দলে যেতে বাধ্য হব দলের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭