• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৩:১৮:৫১ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে চাষিদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৪৯:১১

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে প্রনোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের হাতে এসব বীজ ও সার তুলে দেন।

৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে এ আয়োজন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেসা পাপরি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশিক মাহমুদ, পলাশ হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ উপজেলার ছয় ইউনিয়নের মোট ৩ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭