• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৩:৪৪:১৯ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৪ হাজার পরিবার

৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:২৮:২৫

সংবাদ ছবি

মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৮ এপ্রিল সোমবার সকালে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, গরিব-দুঃখী মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তারাও যেন সবার সঙ্গে উৎসবের সম-অংশীদার হতে পারে, পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ-এর চাল বিতরণ করেছেন, তা অবশ্যই প্রশংসার দাবিদার।

পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।

পৌরসভার মেয়র জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ১০ কেজি করে ৪ হাজার ৬২১ জনের মাঝে চাল বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭