• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৯:৩৭:১০ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ঈদে বাড়ি ফেরার পথে পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত ৪, আহত ১০

১১ এপ্রিল ২০২৪ সকাল ০৭:২৭:১৭

সংবাদ ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঈদ করতে ঢাকা থেকে একটি যাত্রী বোজাই মাইক্রোবাস ঢাকা থেকে বি-বাড়িয়া যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। 

এ সময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ৮ জননের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনায় ৪ জন মারা গেছে। আহত হয়েছে ১০ জন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭