• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩৩:৪৯ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে পরিবহন আইন লঙন, ৯ জনকে জরিমানা

২০ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৩:২৮

সংবাদ ছবি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়কে পরিবহন আইন অমান্য করার অপরাধে ৯ জনকে জারিমানা করা হয়েছে। তাদের সর্বমোট ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

১৯ এপ্রিল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার (ঢাকা-পঞ্চগড়) মহাসড়কে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক পনিবহন আইন ২০১৮ অমান্য করায় ৯টি মামলায় ৮ হাজার  ৫শ’ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এতে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় এ সকল অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস বলেন, ‘সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । চালকদের মধ্যে জনসচেতনা তৈরি ও সড়ক পরিবহন আইন লঙন করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৪৯ (১) (চ) লঙ্ঘনে ধারা ৯২ (১) অনুসারে ৬ জনকে ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৬৬ অনুসারে ৩ জনসহ মোট ৯ জনকে  জরিমানা করা হয়।

সকলকে সড়ক আইন মেনে চলতে হবে। তবেই ব্যস্ততম এই সড়কে দুর্ঘটনা ঘটবে না। সড়ক নিরাপত্তায় আইনের প্রয়োগ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪