• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫১:৫০ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে প্রতীক পেয়ে ভোটের মাঠে ২৭ প্রার্থী

২ মে ২০২৪ বিকাল ০৩:২১:১৯

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক পেয়ে ভোটের মাঠে নেমে পরেছেন বাগেরহাটের ৩টি উপজেলার প্রার্থীরা। নির্বাচনের ২য় ধাপে বাগেরহাটের ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৭ জন।

২ মে বৃহস্পতিবার দুপুরে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর নির্বাচনে প্রচার-প্রচারণা শুরু করছেন প্রার্থীরা। এ ৩ উপজেলায় বিএনপি-জামায়াত সমর্থক কোনো প্রার্থী নেই। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

বাগেরহাটের চিতলমারী উপজেলায় চেয়ারম্যান পদে এস. এম অহিদুজ্জামান আনারস, অশোক কুমার বড়াল মোটরসাইকেল ও আবু জাফর মো. আলমগীর হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে এস. এম. মাহতাবুজ্জামান তালা, মো. হাচান আলী সরদার মাইক ও কাজী আজমীর আলী উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিবানী রানী বিশ্বাস ফুটবল, চারুবালা হীরা হাঁস ও সুলতানা মল্লিক কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক পেয়েছেন সেখ ওয়াহিদুজ্জামান, আনারস প্রতীক পেয়েছেন স্বপন কুমার দাস ও দোয়াত কলম প্রতীক পেয়েছেন ফজিলা বেগম। এছাড়া এ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শেখ মোস্তাহিদ উড়োজাহাজ, শেখ ইমরুল হাসান তালা, সৈয়দ অলিদ ইমন টিয়াপাখি ও মো. কাওসার আলী ফকির পেয়েছেন টিউবওয়েল প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খানম টিউবওয়েল ও  আয়েশা সিদ্দিকা ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান পদে শেখ নাসির উদ্দিন আনারস ও শাহীনুল আলম ছানা দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলাম মিল্টন টিউবওয়েল, ফজলে রাব্বি তালা ও মনিরুজ্জামান চৌধুরী উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইলা বসু হাঁস, চম্পা ইসলাম সাথী সেলাইমেশিন, শারমিন ফুটবল ও রিনা পারভীন কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিসার ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী ২১ মে বাগেরহাটের ৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩