• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:০৯:৩২ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজার ঈদগাঁও থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

১১ মার্চ ২০২৩ বিকাল ০৩:৪৪:২৬

সংবাদ ছবি

মো. ওসমান গনি ইলি,ঈদগাঁও ( কক্সবাজার ) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় খাল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

১০ মার্চ শুক্রবার বিকেলে ঈদগাঁও সদর ইউনিয়নের দরগাহ পাড়া ব্রিজের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা আক্তার উপজেলার ঈদগাঁহ ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছর আগে একই এলাকার মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। তাদের আড়াই মাসের একটি সন্তানও রয়েছে।

নিহত ফাতেমার মা বলেন, ৭ মার্চ থেকে নিখোঁজ হয় ফাতেমা আক্তার। নিখোঁজের আগে খবর পান স্বামী আবু তাহের ফাতেমাকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়েছে। তখন থেকে তার আর কোনো হদিস মিলছিল না। নিখোঁজের তিন দিন পর স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ঈদগাঁও থানার ওসি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টি এলে বিষয়টি বিস্তারিত জানা যাবে। পরিবার মামলা করলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭