• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ রাত ০৩:৫৩:৫৩ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

এশিয়ান টিভি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিথিলা গ্রুপের উদ্যোগে এতিমদের মাঝে কাপড় বিতরণ

১৩ মার্চ ২০২৩ দুপুর ০২:৫৭:২৩

সংবাদ ছবি

এশিয়ান টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে মিথিলা গ্রুপের উদ্দেগে এতিমদের মাঝে কাপড় বিতরন

হাবিবুর রহমান: বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, এশিয়ান টিভি দেশ ও মানুষের কথা বলে। মিডিয়ার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

১২ মার্চ রোববার বিকালে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শামীম ওসমান আরও বলেন, আগামী কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে টেকনিকাল কলেজের কাজ। খুব শিঘ্রই আমরা ভিত্তিপ্রস্থর স্থাপন করবো। আর সড়কের ওপাশে হবে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শেখ কামাল আইটি ইনস্টিটিউট। লিংক রোডের আশেপাশে প্রতিষ্ঠানগুলো যেভাবে তৈরি করা হচ্ছে, আল্লাহ রহমতে নারায়ণগঞ্জের মানুষকে আর ঢাকায় যেতে হবে না। ডিএনডি প্রকল্প এখনও শেষ হয় নাই। সারা পৃথিবীতে আর্থিক সংকট দেখা দিয়েছে। এ কারণে, এই কাজ গুলো হয়ে গেলে নারায়ণগঞ্জ যে প্রাচ্যের ডান্ডি সেই জায়গাতে চলে আসবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমি নির্বাচন করবো কী-না জানি না। আমি বাঁচবো কীনা তাও জানি না। তবে মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভাল লাগে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের খরচ কমিয়ে মিথিলা গ্রুপের সহযোগিতায় হার্টের রুগী ১৮ মাসের মেয়ে শিশুর চিকিৎসার জন্য নগদ বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় শিশুটির সার্বিকি চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জের এসপি গোলাম মোস্তফা রাসেল।

এছাড়াও অনুষ্ঠানে ১৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে নতুন কাপড় প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন প্রমূখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩