• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:২৪:৪৪ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে স্কুলছাত্র হত্যার দায়ে ২ যুবকের যাবজ্জীবন

৩০ মে ২০২৪ দুপুর ০১:০৩:১৩

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর সাব্বির বিশ্বাস নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার দায়ে ২ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২৯ মে বুধবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিকেলে পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।  

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, ফরিদপুর সদর উপজেলার লোকমানখার ডাঙ্গি গ্রামের মজিবর শেখের ছেলে মো. আছমত শেখ (১৯) ও একই গ্রামের কাশেম মোল্যার ছেলে সাগর মোল্যা (২৪)।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আছিরউদ্দিন মুন্সিরডাঙ্গী এলাকার আলমগীর বিশ্বাস ঘোড়ার গাড়ি ও অটোরিকশা দ্বারা জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে ওই ইউনিয়নের পদ্মার চর হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র সাব্বির বিশ্বাস স্কুল বন্ধ থাকায় গত ২০২২ সালের ১ এপ্রিল সকালে বাড়তি কিছু উপার্জনের আশায় বাবা আলমগীর বিশ্বাসের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়।

রাতেও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির এক পর্যায় ২ এপ্রিল সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মাঠের মধ্যে ছেলের মরদেহের সন্ধান পায় পরিবার। পরে নিহত সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস কোতয়ালি থানায় অজ্ঞাত আসামি করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই ও হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে ঘটানার ২৪ দিন পরে অটোরিকশা ছিনতাই ও হত্যা করে মরদেহ গুমের সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে স্কুলছাত্র সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক শিহাবুল ইসলাম আসামি আছমত শেখ ও সাগর মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩