• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৩৯:৪৯ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মিরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:০৫:২৫

সংবাদ ছবি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।

১২ জুলাই শুক্রবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের উপজেলার গোবিন্দপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া থেকে ব্যাবসায়িক কাজে ভেড়ামারা যাচ্ছিলেন।

আহতরা হলেন, কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার মো. খলিলের ছেলে জামাল (৪২), একই এলাকার ঝরতের ছেলে সুমন (৪০), কোটপাড়া কলেজ মোড় এলাকার মো. হায়দারের ছেলে রানা (৩০) ও থানা পাড়া এলাকার রহিম (২২)। বর্তমান তারা চিকিৎসাধীন। 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়ে হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭