• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১২:৫৪:৫২ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোল্লাহাটে যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত, আহত ১৩

২৮ জুলাই ২০২৪ রাত ০৯:১৫:৫৬

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও ১৩ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২৮ জুলাই রোববার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।  

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি খুলনার রুপসা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। এসময় মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি গাড়িকে অতিক্রম করতে গেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। এসময় ১৩ জন যাত্রী আহত হন এবং ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।  

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭