• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১০:২৪:৫০ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ৪

২৮ মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৩:৩০

সংবাদ ছবি

গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ৪

আরিফ খান আবির, গাজীপুর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে গাজীপুরে জাল টাকা সরবরাহ চক্রের দৌরাত্ম্য বেড়েছে কয়েকগুণ। জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় এমন একটি চক্রকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

২৮ মার্চ মঙ্গলবার সকালে গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর সালনা এলাকায় অভিযান চালিয়ে মাজাহরুল ও সবুজ নামের ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের হাতে থাকা শপিং ব্যাগ ও লুঙ্গির ভাঁজে জাল টাকার ৫টি বান্ডিল পাওয়া যায়। এরমধ্যে ভারতীয় ৩ লাখ ৪৪ হাজার জাল রুপি এবং বাংলাদেশি ৬ লাখ ৯২ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বাহাদুরপুর শিকদারবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খোরশেদ আলম (গিট্টু) ও সালেক নামের আরও ২ সহযোগীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাপ হোসেন মো. শামসুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মুহাম্মদ রেজওয়ানসহ পুলিশ কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭